
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা।
অভিযানে— অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার অপরাধে ইমরান বেকারিকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় লাবনী স্টোরকে ২ হাজার টাকা, হোটেল অস্বাস্থ্যকর রাখা ও মূল্য তালিকা না রাখার দায়ে নিউ ক্যাফে বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরে
এ এস এম মাসুম উদ দৌলা বলেন, “শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ঠেকাতে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি। আজকের অভিযানে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এসময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
মন্তব্য করুন