
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :সাব্বির
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে গাঁজা সেবনের অপরাধে ৩ যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল (সোমবার) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাহাগিলি ইউনিয়নের বাহাগিলি ব্রিজ এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কিশোরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গাঁজাসহ হাতে-নাতে ৩ জনকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে উভয়দণ্ড প্রদান করা হয়—
দণ্ডপ্রাপ্তরা হলেন—
কিশোরগঞ্জ বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো: জাহেদুল ইসলামের ছেলে মো: স্বাধীন (২৭) ও তারাগঞ্জ থানাপাড়ার মো: নুর ইসলামের ছেলে মো: ইউসুফ আলিকে(২৩) – ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং তারাগঞ্জ দর্জিপাড়ার মৃত ফজলার রহমানের ছেলে মো: মনিরুল ইসলাম (২৬) কে -৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন