
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:বাপ্পী:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে এক যুব গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সুমন।
এ সময় আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান গুড্ডু প্রমুখ।
বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে।
গণসমাবেশে উপজেলা, ইউনিয়ন ও পৌর যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিজয় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
মন্তব্য করুন