
সামাজিক যোগাযোগমাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ক্লাস চালু হচ্ছে—এমন দাবি ঘুরে বেড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একে সম্পূর্ণ ভুয়া ও গুজব বলেই উড়িয়ে দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, শনিবার স্কুল খোলা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমেই সবাইকে জানানো হবে।
সোমবার (২৮ জুলাই) বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ইউনুছ ফারুকী বলেন, “অগাস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হচ্ছে, সেটি পুরোপুরি ভুয়া। এমন কোনো আলোচনা আমাদের হয়নি। শুক্র ও শনিবার ছুটি আগের মতোই বহাল আছে।”
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসানও জানান, “এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। যারা এমন তথ্য ছড়াচ্ছেন, তারা মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন।”
শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা সবাইকে সচেতন থাকার এবং অফিসিয়াল সোর্স ছাড়া কোনো খবরে বিশ্বাস না করার অনুরোধ জানান।
মন্তব্য করুন