
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরি ও বল্লমের আঘাতে দুই ভাই ও মা গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী এলাকার পুকুরপাড়া গ্রামে।
আহতরা হলেন— ওই এলাকার মৃত মহাবুব আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৪৫), মোঃ আলামিন ইসলাম (৩২) ও তাদের মা মোছাঃ আছিয়া বেগম (৬১)। অভিযুক্ত ব্যক্তি হলেন একই পাড়ার মৃত মহাবুব আলীর আরেক সন্তান মোঃ জাদু মিয়া, যিনি সম্পর্কে আহত রবিউল ও আলমিনের সৎ ভাই ও আছিয়া বেগমের সৎ সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলামিন ইসলামের ঘরে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এতে পাশের বাড়ির ঘরে ঘুমিয়ে থাকা জাদু মিয়ার ঘুমের ব্যাঘাত ঘটে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি আলামিনের বাড়িতে গিয়ে গালিগালাজ ও হুমকি-ধমকি দিতে থাকেন। পরে ঘরের মাটির চুলা ভেঙে ফেলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির সময় জাদু মিয়া হাতে থাকা ছুরি দিয়ে আলামিনের কাঁধে আঘাত করেন।
ভাইকে রক্ষা করতে এগিয়ে আসলে বড় ভাই রবিউল ইসলাম ও মা আছিয়া বেগমকেও বল্লম (বর্শা) দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জাদু মিয়া।
পরে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে আছিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, ছোট একটি বিষয় নিয়ে এমন ভয়াবহ ঘটনা অত্যন্ত দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে, দ্রুত দোষীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত জাদু মিয়া বর্তমানে পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা প্রেরক
নাহিদ সিদ্দিক বাপপী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
০১৯০৬৩৩৬৬২০
মন্তব্য করুন