
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এস. এম. সাহাদুল ইসলামকে লাঞ্ছিত ও হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ ও বোদা উপজেলার মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা এতে অংশ নেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে দেবীগঞ্জ–ভাউলাগঞ্জ সড়কের চিলাহাটি ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘বড়শশী ইউনিয়ন ও চিলাহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দুই ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ প্রায় ৯ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—“একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার”, “বীর মুক্তিযোদ্ধা সাহাদুল ইসলামের ওপর হামলার বিচার চাই”, “জামায়াত-শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়” ইত্যাদি।
মানববন্ধনে বক্তব্য দেন চিলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি তৌকীর আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ অর রশিদ, বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী কামাল, সাধারণ সম্পাদক রইসুল ইসলাম লিটন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, বড়শশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঃ রশিদ , সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী, তারা কখনো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাতে পারে না। যারা এই হামলা চালিয়েছে, তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।”
তাঁরা আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধা সাহাদুল ইসলাম কেবল একজন ব্যক্তি নন—তিনি আমাদের গর্ব। তাঁর ওপর হামলা মানে পুরো জাতির ওপর আঘাত।”
বক্তারা জামায়াতে ইসলামী ও শিবিরের সমালোচনা করে বলেন, “জামায়াত-শিবির আগেও স্বাধীনতার বিরোধিতা করেছে, এখনও করছে। তারা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।”
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বার্তা প্রেরক:
নাহিদ সিদ্দিক বাপ্পী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
📞 ০১৯০৬৩৩৬৬২০
মন্তব্য করুন