
মোঃ সাগর আলী, নীলফামারীঃ
গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে নীলফামারীতে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানুষের মৌলিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অধিকার হলো সু-চিকিৎসা।
নীলফামারী সদর উপজেলার বালাপাড়ায় আর্ন্তজাতিক উন্নয়নসংস্থা গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভালপমেন্ট প্রোগ্রাম প্রান্তিক পর্যায়ের শিশু, মা ও কমিউনিটির বিশেষ চাহিদাকে বিবেচনা করে একটি বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন -এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মাহবুবুল আলম চৌধুরী বিভাগীয় প্রধান (নাক-কান-গল রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জারী), নীলফামারী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, নীলফামারী। ক্যাম্পেইনের মাধ্যমে নাক-কান-গল রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক পর্যায়ে চিকিৎসা গ্রহণকে উৎসাহিত করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে সর্বমোট ৬০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পইনেরে মাধ্যমে প্রায় ৬০ জন সবোগ্রহীতা সরাসরি স্বাস্থ্য সেবা লাভ করেন। যাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু, কমিউনিটির মানুষ। স্থানীয় র্পযায়ে এ ধরনের আয়োজনে নিম্ন আয়ের পরিবার গুলি বিশেষ ভাবে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন উপস্থিত সর্বোপ্রার্থী।
ক্যাম্পইেনে সবোগ্রহীতাদরে মাঝে ওষুধ, বিতরণ করা হয় এবং আলোচনা সভার মাধ্যমে সুবিধাভোগী ও এলাকার জনসাধারণের মাঝে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়েও সচেতনতা তৈরি করা হয়।
এখানে উপস্থিত ছিলেন গুড নেইবারস নীলফামারী সিডিপির কর্মকর্তাবৃন্দ, মা শিশু ও কমিউনিটির মানুষ ,যুবক এবং কিশোর-কিশোরীবৃন্দ। বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন এর গুরুত্ব, প্রয়োজনীতা এবং তাৎপর্য নিয়ে অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
মন্তব্য করুন